বরগুনা জেলার আমতলী উপজেলাধীন গুলিশাখালী ইউনিয়ন পরিষদ অত্র উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি বরগুনা জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ, সরকারী-বেসরকারী অফিস, সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।
আয়তন ২০ কি.মি, মৌজা ০৬ টি গ্রাম ১২ টি লোক সংখ্যা ২৮১৮৩জন (ক) পুরুষ ১৪০৬৫ (খ) মহিলা ১৪১১৮জন (শিক্ষার হার) ৭৫% ভোটার সংখ্যা ২২৫১২ (ক) পুরুষ ১২০০০ (খ) মহিলা ১০৫১২ উচ্চ বিদ্যালয় ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৫ টি ,কিন্ডার গার্ডেন বিদ্যালয় ৬ টি মাদ্রাসা ১৯ টি মসজিদ ৭৬ টি, সমিতি ৪ টি ,খেলার মাঠ ৪ টি ,ব্যংক ১ টি ইউনিয়ন ভূমি অফিস ১ টি ডাকঘর ৪ টি বিদ্যুতায়িত গ্রাম ১১ টি জমির পরিমাণ ৫৮৯০ একর (ক) আবাদি জমি ৫৮৫০ একর (খ) অনাবাদি ৫০ একর , ইট খোলা ২ টি সাব রেজিষ্টার অফিস ১ টি থানা ১ টি উপজেলা পরিষদ কমপ্লেকস ১ টি হাট বাজার ৫টি , রাস্তা পাকা ১৮ কি.মি. কাচাঁ ৯০ ৯কি. মি. গভীর নলকুপ ২৭২ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস